জাতীয় বধির সংস্থার ভবনে অগ্নিকাণ্ড
রাজধানীর বিজয়নগরে জাতীয় বধির সংস্থার ছয়তলা ভবনের নিচের তলায় গাড়ির যন্ত্রাংশের দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।মঙ্গলবার রাত সাড়ে ৯টার টার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুনের খবর পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের তীব্রতা বাড়ায় আরো পাঁচটি ইউনিট পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ভবন মালিকের ছোট ভাই শরিফুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভানোর আগেই দোকানের মালামাল পুড়ে যায়।