আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে আটে বাংলাদেশ
ওয়ানডে সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর র্যাঙ্কিংয়ে একধাপ এগিয়ে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে টাইগার বাহিনী ওয়ানডে র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ৮ নম্বরে অবস্থান করছে।
সাত থেকে একেবারে নয়ে নেমে গেছে পাকিস্তান। আট নম্বর অবস্থানটি ধরে রাখতে পারলে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ। শুধু তা-ই নয়, বাংলাদেশের সামনে সুযোগ থাকছে সাতে থাকা ওয়েস্ট ইন্ডিজকেও টপকে যাওয়ার। কারণ বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজ দুদলেরই রেটিং পয়েন্ট ৮৮।
৩৫ ম্যাচে মোট ৩ হাজার ৯৪ পয়েন্ট ক্যারিবীয়দের। ২৮ ম্যাচে বাংলাদেশের মোট পয়েন্ট ২ হাজার ৪৭১। মোট পয়েন্টে এগিয়ে থাকায় সমান রেটিং পয়েন্ট নিয়েও সাতে আছে ওয়েস্ট ইন্ডিজ।
Posted in: খেলা