রিয়ালকে হারিয়ে দিল জুভেন্টাস
চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখার লক্ষ্যে হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের প্রথম লেগে জুভেন্টাসের কাছে ২-১ গোলে হেরে গেছে ইউরোপের সবচেয়ে সফল দল।
ঘরের মাঠে শুরুতেই এগিয়ে যায় জুভেন্টাস। অষ্টম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতা। ২৭ মিনিটে গতবারের চ্যাম্পিয়নদের সমতায় ফিরিয়েছিলেন গত দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হওয়ার পর ৫৭ মিনিটে পেনাল্টি থেকে জুভেন্টাসের পক্ষে জয়সূচক গোল করেন আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড কার্লোস তেভেজ।
জুভেন্টাস সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলেছিল ২০০৩ সালে। এক যুগ পর আবার শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ এসেছে ইতালিয়ান চ্যাম্পিয়নদের সামনে। আগামী ১৩ মে রিয়ালের মাঠে ফিরতি লেগ ড্র করতে পারলেই ফাইনালে চলে যাবে জুভেন্টাস।