নবনির্বাচিত তিন মেয়র ও কাউন্সিলররা শপথ নিলেন
শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন সদ্য নির্বাচিত ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়ররা। আজ বুধবার সকাল ১০টার কিছু পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবনির্বাচিত তিন মেয়রকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পর নির্বাচিত কাউন্সিলরদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।শপথ গ্রহণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত ২৮ এপ্রিল ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রাম সিটি করপোরেশনে আ জ ম নাছির উদ্দীন মেয়র হিসেবে নির্বাচিত হন। তাঁরা সবাই আওয়ামী লীগ সমর্থিত। যদিও ভোট গ্রহণের দিনই নির্বাচন বর্জন করেন বিএনপি সমর্থিত প্রার্থীরা।