গ্রেফতারকৃতরা বিএনপির কেউ নয় : রিপন
ইতালিয়ান নাগরিক তাভেল্লা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা বিএনপির কেউ নয় বলে জানিয়েছেন বিএনপির মুখপাত্রের দায়িত্বে থাকা আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।
বুধবার বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রিপন বলেন, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা বিএনপির নেতাকর্মী নয়। এ বিষয়ে বিদেশি গণমাধ্যম ডয়েচভেলেতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে অনেক প্রশ্নের জবাব মিলছে না।
তিনি বলেন, এই ঘটনায় নিরপরাধ কেউ সাজা প্রাপ্ত হউক তা বিএনপি চায় না। বিচারিক প্রক্রিয়ার মধ্যেমে দোষীদের সাজা দেয়া উচিত।
রিপন আরো বলেন, কেউ যাতে বলির পাঠা না হয় সে জন্য দুই খুনের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিপন বলেন, বিএনপি হত্যা খুনের রাজনীতি বিশ্বাস করে না। নিরপেক্ষ তদন্তে বিএনপির সম্পৃক্ততা থাকার কোনো কারণ নেই বলেও জানান তিনি।