বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ সংসদীয় কমিটি

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ নিয়ে ক্ষুব্ধ সংসদীয় কমিটি 

r

মিথ্যা প্রচারণার কারণে নারী শ্রমিকরা সৌদি আরবে যেতে অনীহা প্রকাশ করছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। এ বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি। কমিটির বৈঠকে সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর গতি কমে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
r
সেখানে জনশক্তি রপ্তানি আরও গতিশীল করতে দুই দেশের সরকারের মধ্যে আলোচনার সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের সভাপতিত্বে কমিটির সদস্য ইসরাফিল আলম, মাহমুদ উস সামাদ চৌধুরী, মাহফুজুর রহমান, দিদারুল আলম ও আয়েন উদ্দিন এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি বৈঠকে অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় লোক নিয়োগ সন্তোষজনক নয়। তাই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কমিটির একাধিক সদস্য। এছাড়া মিথ্যা প্রচারের কারণে সৌদি আরবে নারী শ্রমিক পাঠানো যাচ্ছে না বলে মন্ত্রণালয় দাবি করেছে। কমিটির পক্ষ থেকে বিদেশে দক্ষ কর্মী পাঠানো এবং বিদেশগামী কর্মীরা যাতে দালালের খপ্পরে পড়ে প্রতারণার শিকার না হয় সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৈঠকে জানানো হয়, জানুয়ারি ২০১৫ থেকে বর্তমান সময় পর্যন্ত জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে অনুমতি নিয়ে ৪ লাখ ১৪ হাজার ৮১২ জন কর্মী কর্মসংস্থানের জন্য বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন।

এ খাতে শৃঙ্খলা আনতে বৈদেশিক কর্মসংস্থান নীতি, ২০১৫ প্রণয়নের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রিক্রুটিং এজেন্সিসমূহের আচরণবিধি এবং তাদের কার্যক্রমের ভিত্তিতে এজেন্সিসমূহের শ্রেণীকরণের বিষয়টিও পরীক্ষাধীন আছে। নতুনভাবে প্রণয়নকৃত আইন, বিধি ও নীতিমালার মাধ্যমে এজেন্সিসমূহকে নজরদারির মধ্যে এনে অভিবাসন ব্যবস্থাপনায় সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান সেক্টরে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে। বৈঠকে মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বে কর্মরত প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট ২৪শে নভেম্বরের মধ্যে দেয়ার তাগিদ দেয়া হয়। মধ্যপ্রাচ্যসহ বহির্বিশ্বে কর্মরত প্রবাসীদের মেশিন রিডেবল পাসপোর্ট নির্ধারিত সময়ের মধ্যে যাতে প্রদান করা যায় সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার সুপারিশ করা হয়।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone