২০১৬ এশিয়া কাপ বাংলাদেশে
২০১৬ এশিয়া কাপ অনুষ্ঠিত হবে বাংলাদেশে। চূড়ান্ত সিডিউল এখনও ঠিক হয়নি। তবে ২৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় এ টুর্নামেন্ট শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় বাংলাদেশকে এশিয়া কাপের ১৩তম আসরের আয়োজক নির্ধারণ করা হয়েছে।
এশিয়ার এই বর্ণাঢ্য ক্রিকেট আসর ২০১৬ সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু খুব অল্প সময়ের ব্যবধানে ভারতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরপর দুটি বড় টুর্নামেন্টের আয়োজন করা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। তাই এশিয়া কাপের আয়োজন থেকে সরে দাঁড়িয়েছে ভারত।
২০১২ ও ২০১৪ সালেও এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ফলে ২০১৬ সালে টানা তৃতীয়বারের মতো এশিয়া কাপের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে।
প্রসঙ্গত, ঘরের মাঠে ২০১২ সালে এশিয়া কাপে বাংলাদেশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিলো। ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যায় টাইগারদের।