তৈলাক্ত ত্বকে ময়েশ্চারাইজিং করবেন যেভাবে
ত্বকের অতিরিক্ত তৈলাক্ততার কারণে বিভিন্ন সমস্যায় ভুগতে হয় অনেককেই। তৈলাক্ত ত্বকের আর্দ্রতা ধরে রাখা একটু মুশকিলই বটে। তবে সঠিক উপায়ে ময়েশ্চারাইজিং করলে আর ভাবনা নেই। সেক্ষেত্রে প্রাকৃতিক উপায় বেছে নেয়াটাই বুদ্ধিমানের কাজ। চলুন জেনে নিই তেমনই কিছু উপায়-
১. তৈলাক্ত ত্বকের জন্য টমেটোর রস ভালো ময়েশ্চারাইজার। এটা খোলা লোমকূপের সমস্যা প্রতিরোধ করে।
২. গোলাপজলের সাথে চন্দনের গুঁড়ো মিশিয়ে বোতলে ভরে রাখুন। গোসলের পরে ত্বকে লাগান।
৩. লেটুসপাতার রস, মধু, লেবুর রস মিশিয়ে ক্লিনজিং, টোনিংয়ের পর নিয়মিত লাগান।
৪. আপেল কুরিয়ে নিন। তার সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
৫. পাকা পেঁকে চটকে রাতে শুতে যাওয়ার আগে ত্বকে মাসাজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন।