বাংলালিংকের বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করবে টেলিটক
রাষ্ট্রীয় মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক সিম নিবন্ধন ও যাচাইকরণে মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের বায়োমেট্রিক যন্ত্র ব্যবহার করবে।
বুধবার সচিবালয়ে বাংলালিংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আহমেদের মধ্যে এ বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এ সময় ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব ফয়জুর রহমান চৌধুরী উপস্থিত ছিলেন।
তারানা হালিম বলেন, ‘নিয়মানুযায়ী সিম রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশনে ছোট অপারেটরগুলো বড় অপারেটরের ডিভাইস ব্যবহার করতে পারবে। টেলিটক ছোট অপারেটর, তাদের বায়োমেট্রিক ডিভাইস কম। এজন্য এর গ্রাহকরা সমস্যায় ছিলেন।
এ চুক্তির ফলে টেলিটকের গ্রাহকরা বাংলালিংকের বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করে সিম নিবন্ধন ও ভেরিফিকেশন করতে পারবে বলেও জানান তিনি।