বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » জাহাজ বিল্ডিংয়ের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র

জাহাজ বিল্ডিংয়ের মালিকসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র 

01

পুলিশের কাজে বাধা ও তথ্য গোপনের অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ের মালিক হাজী মো. আতাহার উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মিরপুর থানা পুলিশ।

মামলার অপর আসামিরা হলেন- মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম, তাদের সহযোগী তৌফিক, মমিন উদ্দিন ও জাকির হোসেন।

অভিযোগপত্রে বাড়ীর মালিক আতাহার উদ্দিনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন মামলা তদন্তকারী অফিসার।

গত ২৩ নভেম্বর (বুধবার) মামলা তদন্তকারী অফিসার মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন পেনাল কোর্ডের ১০৭/১৮৭/৩৩২/৩৫৩/৩৪ ধারায় এ অভিযোগপত্রটি দাখিল করেন। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) মিরপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আলতাব হোসেন জাগো নিউজকে এ তথ্য জানান।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৬ জুলাই মিরপুরের উপ-পুলিশ কমিশনার নেতৃত্বে পুলিশ বাহিনীর সদস্যরা মিরপুর মডেল থানাধীন কল্যাণপুর ৫নং রোড়ের ৫৩নং জাহাজ বিল্ডিংয়ে সন্ত্রাসী বা জঙ্গি আছে কিনা তল্লাশি করতে যান। বাড়ীর দ্বিতীয় তলায় বিবাদী মমতাজ পারভীনসহ চারজন পুলিশের কাজে বাধা প্রদান করেন।

ওই ঘটনায় ১ আগস্ট মমতাজ পারভীনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলাটি করেন মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক বজলার রহমান।

উল্লেখ্য, গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে জাহাজ বিল্ডিংয়ে যৌথবাহিনীর অভিযানে সন্দেহভাজন ৯ জঙ্গি নিহত হয়। পরে ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে মিরপুর থানা পুলিশ।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone