মাশরাফিদের পেশাদারিত্বের প্রশংসায় নিউজিল্যান্ড
সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ৭৭ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকরা। তবে দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের নিয়ে বেশ সতর্ক কিউই শিবির।
ম্যাচ বিশ্লেষণও অবশ্য সে কথাই বলছে। শুরুর দিকে বাংলাদেশ ব্যাকফুটে চলে যায়। তবে সাকিব আল হাসান, মুশফিকুর রহীম ও মোসাদ্দেক হোসেন সৈকতের অসাধারণ ব্যাটিংয়ে সফরকারীরা ভালোই জবাব দিচ্ছিল। বাংলাদেশের ক্রিকেটাররা দিয়েছেন পেশাদারিত্বের পরিচয়।
প্রথম ওয়ানডেতে মাশরাফিদের পেশাদারিত্বের প্রশংসা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। লিখেছে, ‘নিয়মিত বিরতিতে উইকেট হারানো সত্ত্বেও বেশ কিছু ক্ষেত্রে বাংলাদেশ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে। শেষ পর্যন্ত লড়ে গেছে। সাকিব আল হাসান (৫৯), মুশফিকুর রহীম (৪২- সেচ্ছায় অবসর), মোসাদ্দেক হোসেন (৫০)- এরা দলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রথম ওয়ানডেতে টাইগাররা যা দেখিয়েছেন, তাতে স্পষ্ট যে সামনে তারা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারেন।’
এদিকে দুর্ভাগ্য মুশফিকের। দারুণ ছন্দে ছিলেন তিনি। কিন্তু চোট নামক ঘাতক তাকে ঠেলে দেয় মাঠের বাইরে। ৪২ রান করার পর প্রান্ত বদল করতে গিয়ে বিপদ ঘটে তার। সব মিলে ৩৪২ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ২৬৪ রানে। গোটা ৫০ ওভার বাংলাদেশ ব্যাট করতে পারেনি। সাকিব-তামিম-মোসাদ্দেকরা খেলতে পেরেছেন ৪৪.৫ ওভার।