পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দিতে চান স্যামুয়েলস
লাহোর, ১৩ মার্চ ২০১৭ : পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেবার ইচ্ছা পোষণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার মারলন স্যামুয়েলস।
একইসাথে সেনাবাহিনী প্রধান জেনারেল জাভেদ বাজওয়াকে অভিবাদন জানিয়ে বলেছেন, গত ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লীগের ফাইনালে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছিল তা ছিল বিশ^মানের। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন পেশোয়ার জালমির হয়ে স্যামুয়েলস ১৯ রান করেছেন। ৩৬ বছর বয়সী স্যামুয়েলস পাকিস্তান ক্রিকেটের সমর্থনেও কথা বলেছেন।
শনিবার পিএসএল এর চ্যাম্পিয়ন দলটির সাথে সাক্ষাত করেন পাক সেনাবাহিনী প্রধান। এর পরপরই এক ভিডিও বার্তা জ্যামাইকান বলেছেন, এটা আমার জন্য পাকিস্তানে এসে ক্রিকেট খেলার থেকেও বেশি কিছু। এটা পুরো দলের সাফল্য। এর মাধ্যমে মূলত পাকিস্তান ক্রিকেটই জয়ী হয়েছে, সকলের মুখে হাসি ফুটেছে।
ফাইনালে কুয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৫৮ রানে হারিয়ে পেশোয়ার জালমি শিরোপা লাভ করে। পুরো আয়োজনের জন্য পাকিস্তানী জনগণ ও পাকিস্তানী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন স্যামুয়েলস। এর থেকে ভাল নিরাপত্তা ব্যবস্থা আর হতে পারেনা বলেই তার মত। জ্যামাইকাতে পাকিস্তানী বন্ধুদের কথা মনে করে স্যামুয়েলস বলেন, মনের দিক থেকে আমিও একজন পাকিস্তানী।