শ্রীলংকায় তেল শ্রমিকদের ধর্মঘট : সেনা ও পুলিশ মোতায়েন
কলম্বো, ২৬ জুলাই, ২০১৭ : শ্রীলংকান সরকার দেশটিতে তেল শ্রমিকদের ধর্মঘটের কারণে তেল সরবরাহ স্বাভাবিক রাখতে সেনা ও পুলিশ মোতায়েন করেছে।
চীন ও ভারতে তেল রপ্তানীর প্রতিবাদে দেশটির তেল খাতের শ্রমিকরা দেশটির প্রধান বামপন্থী রাজনৈতিক দলের সমর্থনে ধর্মঘট পালন করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সরকার বলছে দেশটির অবকাঠামো উন্নয়নের জন্যে বিদেশী মূলধন বাড়াতে তেল রপ্তানীর এ সিদ্বান্ত নেয়া হয়েছে।
সরকার তেল বিতরণকে জরুরি সার্ভিস ঘোষণা করে বলেছে, যে সব শ্রমিক আজকের মধ্যে কাজে যোগদান করবে না তাদের পদগুলি শূন্য ঘোষনা করা হবে।
অপরদিকে সেনাবাহিনী দেশের পুলিশ সদস্যদেরকে তেল বিতরণে সহযোগিতা করছে।
ধর্মঘটি শ্রমিকদের সংগঠন সিপিসি(সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন) ট্রেড ইউনিয়ন তেল রপ্তানীর প্রতিবাদে মঙ্গলবার থেকে শ্রমিক ধর্মঘট চালিয়ে আসছে। সরকার সিদ্বান্ত প্রত্যাহার না করলে তারা ধর্মঘট প্রত্যাহার করবে না বলে ঘোষণা দিয়েছে।