ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রের যেকোন স্থানে হামলা চালাতে সক্ষম : কিম জং-উন
সিউল, ২৯ জুলাই ২০১৭ : উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, পিয়ংইয়ং সর্বশেষ যে আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে তা যুক্তরাষ্ট্রের মূল ভূ-খন্ডের যেকোন স্থানে আঘাত হানতে সক্ষম। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
উত্তর কোরিয়ার কেন্দ্রীয় বার্তা সংস্থার খবরে বলা হয়, এ পরীক্ষার মাধ্যমে এটাই প্রমাণিত উত্তর কোরিয়া ‘যেকোন স্থানে যেকোন সময়’ হামলা চালাতে সক্ষম। খবরে আরো বলা হয়, দেশটির নেতা গর্বের সাথে বলেন, ‘যুক্তরাষ্ট্রের মূল ভূ-খন্ডের যেকোন স্থান আমাদের হামলার রেঞ্জের মধ্যে এসে গেছে, এই পরীক্ষার মধ্য দিয়ে এমনটা নিশ্চিত করা হয়েছে।’
খবরে আরো বলা হয়, আন্ত:মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। প্রথম আইসিবিএম পরীক্ষা চালানোর তৃতীয় সপ্তাহে এসে নতুন করে এই পরীক্ষা চালানো হলো।
উত্তর কোরিয়া বলছে, এই ক্ষেপণাস্ত্র মাত্র ৪৭ মিনিটের মধ্যেই ৩ হাজার ৭২৪ কিলোমিটার (২ হাজার ৩০০ মাইল) পেরিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার সর্বশেষ এই পরীক্ষাকে নিরর্থক ও বিপজ্জনক পদক্ষেপ বলে অভিহিত করেছেন।