উ.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা চীনের
বেইজিং, ২৯ জুলাই, ২০১৭ : চীন উত্তর কোরিয়ার আন্ত:মহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযত থাকার আহবান জানিয়েছে। খবর এএফপি’র।
শনিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেং শুয়াং বলেন, ‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করায় চীন উত্তর কোরিয়ার নিন্দা জানাচ্ছে।’
মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জেং বলেন, ‘বেইজিং জাতিসংঘের প্রস্তাব মেনে চলতে এবং পরিস্থিতির অবনতি ঘটতে পারে এমন কর্মকান্ড চালানো বন্ধ করতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানিয়েছে।’
তিনি বলেন, ‘একই সময়ে চীন আশা করছে, সংশ্লিষ্ট সকল পক্ষ সংযত ও আগ্রাসনমূলক কর্মকান্ড থেকে বিরত থাকবে এবং এ উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ব্যাপারে একসাথে কাজ করবে।’
এদিকে উত্তর কোরিয়ার শুক্রবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ওয়াশিংটন, টোকিও, সিউল ও ইউরোপীয় ইউনিয়ন দ্রুত এর নিন্দা জানিয়েছে।