অলিম্পিক দিবস উদযাপিত
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল ঢাকাসহ দেশের সকল জেলা ও বিভাগীয় শহরে অলিম্পিক ডে (দিবস) ২০১৭ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকায় অনাড়ম্বর পরিবেশে একটি র্যালী সকাল সাড়ে ৭টায় রমনা টেনিস কমপ্লেক্স থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু জাতীয় ষ্টেডিয়ামের মশাল গেইটে এসে শেষ হয়। অলিম্পিক ডে রানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। সভাপতিত্ব করেন অলিম্পিক ডে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এবং বিওএ’র উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু।
এর আগে বেলুন উড়িয়ে র্যালীর উদ্বোধন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। র্যালিতে অংশগ্রহণ করেন বিভিন্ন ফেডারেশন, এসোসিয়েশন, ক্লাব, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, সেনা, নৌ ও বিমান বাহিনী, বিজিবি, আনসার ভিডিপি, পুলিশের খোলোয়াড়, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের ক্রীড়া সংগঠকসহ আনুমানিক ২,৫০০ ক্রীড়ানুরাগী।
র্যালি শেষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অভ্যন্তরে আর্মি অর্কেস্ট্রা দলের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সেখানে আয়োজন করা হয় রক্তদান কর্মসূচির। সকাল ১০টায় শিশু-কিশোরদের অংশগ্রহণে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় দু’শতাধিক শিশু-কিশোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চিত্রাংকন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, এমপি।