বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » মিথ্যা জন্ম দিন পালন না করলে সংলাপ হতে পারে : সেতুমন্ত্রী

মিথ্যা জন্ম দিন পালন না করলে সংলাপ হতে পারে : সেতুমন্ত্রী 

2017-08-01_6_331099

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১৫ আগস্টে যদি বেগম খালেদা জিয়া কেক কেটে মিথ্যা জন্মদিন পালন না করেন তাহলে সংলাপ হতে পারে।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বঙ্গবন্ধু সমাজকল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি বাহালুল মজনুন চুন্নুর সভাপতিত্বে সভায় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।
ওবায়দুল কাদের বলেন, যারা সংলাপের পরামর্শ দেন, তারা বেগম খালেদা জিয়াকে জাতির পিতার মৃত্যুবার্ষিকীতে, জাতীয় শোক দিবসে মিথ্যা জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে বলুন। ক্ষমা চেয়ে ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন পালন না করার প্রতিশ্রুতি দিলে বিএনপির সাথে আলোচনায় বসার পরিবেশ তৈরি হবে।
তিনি বলেন, বিএনপি যত দুর্বল ও সংকুচিত হচ্ছে, তাদের মুখের বিষ ততো বাড়ছে। বিএনপি হিটলারের চেয়েও খারাপ, হিটলারের প্রেতাত্মা।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone