আফগানিস্তানে মসজিদে বিস্ফোরণে ৩০ জন নিহত
আফগানিস্তানের হেরাত নগরীর একটি মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও ৬৪ জন আহত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাত আটটার দিকে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে।
কর্মকর্তারা বলেন, অন্তত দুই জন হামলাকারী এ হামলা চালিয়েছে। একজন আত্মঘাতী বোমা হামলাকারী অপরজন আগ্নেয়াস্ত্র দিয়ে মুসুল্লিদের লক্ষ্য করে গুলি চালায়।
পুলিশের এক মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে জানান, এই ঘটনায় দুই হামলাকারীই নিহত হয়েছে।
স্থানীয় গভর্ণরের এক মুখপাত্র বলেন, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
তিনি বলেন, এই বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত ও আরো ৬৪ জন আহত হয়েছে।
স্থানীয় সরকারের এই প্রতিনিধি আরো বলেন, আত্মঘাতী হামলাকারী শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর আগে মুসুল্লিদের লক্ষ্য করে গুলি চালায়।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা মুসল্লিদের লক্ষ্য করে গ্রেনেড ছুঁড়ে মারে।
কোন গোষ্ঠী বা সংগঠন শিয়া অধ্যুষিত এলাকাটিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেনি।
সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় তালেবান এই হামলার নিন্দা জানিয়েছে।