ভেনিজুয়েলায় সাংবিধানিক গণপরিষদের কার্যত্রম শুক্রবার শুরু
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নতুন ‘সাংবিধানিক গণপরিষদের’ কার্যক্রম শুরুর দিনক্ষণ পিছিয়ে দিয়েছেন। শুক্রবার এর কার্যক্রম শুরু হবে।
বিরোধী দলের ব্যাপক বিক্ষোভের ডাক ও সরকারের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করার আন্তর্জাতিক অভিযোগের মুখে এ সিদ্ধান্ত নিলেন মাদুরো।
খবর এএফপি’র।
গণপরিষদের নতুন সদস্যদের অংশগ্রহণে এক অনুষ্ঠানে মাদুরো বলেন, ‘আগামীকালের পরিবর্তে শান্তিপূর্ণভাবে সকল প্রয়োজনীয় প্রটোকল মেনে শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টায় জাতীয় সাংবিধানিক গণপরিষদ শুরুর প্রস্তুাব দেয়া হয়েছে।’
Posted in: আর্ন্তজাতিক