আজকের হজ-২০১৭ বিষয়ক সর্বশেষ আপডেট
হজ প্রশাসনিক দলের আজকের সমন্বয় সভায় বাংলাদেশ থেকে আগত সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের বাড়ী সমূহ পরিদর্শন এবং হজযাত্রীদের সাথে আলোচনা করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
অন্যদিকে জেদ্দাস্থ কনসাল জেনারেল জনাব এফ এম বোরহান উদ্দিন, এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাজকীয় সৌদি সরকারের হজ মন্ত্রণালয়ের সাথে বিশেষ সভায় মিলিত হন । সভায় একাধিকবার হজ পালনকারীদের ভিসা ইস্যুর ক্ষেত্রে অতিরিক্ত ফি আরোপের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় ।
সর্বশেষ অবস্থা ০২ আগস্ট, ২০১৭ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- আগত সর্বমোট হজযাত্রী ৩১,৬৮৮ জন;
- আগত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩,৩৩৭ জন (ব্যবস্থাপনা সদস্য সহ);
- আগত বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ২৮,৩৫১ জন;
- আগত ফ্লাইট সংখ্যা ৯২ টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৪১ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫১ টি;
- সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যাঃ ৫১,০০৭ টি;
- সর্বোমোট প্রক্রিয়াধীন ভিসার সংখ্যাঃ ১১,২৫৮ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদত্ত সার্ভিস সংখ্যা ৩,৪৩৫ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যাঃ ১,৯৫৮ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা সেবা সংখ্যা ১,৬৮২ টি;
- হারানো লাগেজ: রিপোর্টকৃত ৪৪ টি, সর্বমোট প্রাপ্ত সংখ্যা ৮৮ টি এবং হস্তান্তর করা হয়েছে ৩৩ টি;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ০২ জন হজযাত্রী/হাজী; পুরুষ-০২, মহিলা-০; মক্কা-০২, মদিনা-০, জেদ্দা-০;
এক নজরে হজ ২০১৭ এর কার্যক্রম:
- চাঁদ দেখা সাপেক্ষে ২০১৭ সনের হজ অনুষ্ঠিত হবে ১ লা সেপ্টেম্বর, ২০১৭ ।
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৬৩৫ টি ।
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১,২৭,১৯৮ জন ।
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ২৪ জুলাই, ২০১৭ ।
- হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২৮ আগস্ট, ২০১৭ ।
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০৬ সেপ্টেম্বর, ২০১৭ ।
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০৫ অক্টোবর, ২০১৭ ।
সর্বশেষ মৃত্যু:
গত ০১/০৮/২০১৭ ইং তারিখ বরিশাল জেলার মোঃ ফরিদ উদ্দীন (৬১) পবিত্র মক্কা আল-মুকাররমায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এম ০৯৫৩৫৫৫ ।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব ।