বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » দক্ষিণ আফ্রিকায় অনাস্থা ভোটের মুখোমুখি জুমা

দক্ষিণ আফ্রিকায় অনাস্থা ভোটের মুখোমুখি জুমা 

2017-08-08_3_347099

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন। দেশটির পার্লামেন্ট সদস্যরা মঙ্গলবার গোপন ব্যালটে এ ভোট দিচ্ছেন। খবর এএফপি’র।
বিরোধী দল আশা করছে, তার ওপর ক্ষুব্ধ এএনসি’র আইন প্রণেতারা জুমার ক্ষমতাচ্যুতিতে সহায়তা করতে পারেন।
দুর্নীতি কেলেঙ্কারী ও রুগ্ন অর্থনীতির কারণে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) ভেতরে জুমা সমালোচিত হচ্ছেন।
কিন্তু পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল এএনসি গোপন ব্যালটে ভোট দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। দলটি আশা করছে, অনাস্থা ভোটের উদ্যোগটি ব্যর্থ হবে।
স্থানীয় সময় মঙ্গলবার দুপুর দ’ুটায় পার্লামেন্ট অধিবেশন শুরু হবে। এদিকে পার্লামেন্ট অধিবেশনকে সামনে রেখে বেশ কয়েকটি বিরোধী দল কেপটাউনে অবস্থিত জাতীয় পরিষদে বিক্ষোভ করতে যাচ্ছে।
সোমবার আকস্মিকভাবে গোপন ব্যালটে ভোটের সিদ্ধান্ত জানান পার্লামেন্টের স্পীকার। এরপর প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালাইয়েন্স পার্টি বলেছে, ‘এএনসি’র এমপিদের কোন ওজর-আপত্তি চলবে না। জুমাকে অপসারণে তাদেরকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতেই হবে।’

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone