বঙ্গবন্ধুকে নিয়ে মাসব্যাপী স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের দুর্লভ স্থিরচিত্র নিয়ে মাসব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে যুব উন্নয়ন অধিদপ্তর।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
গতকাল অধিদপ্তরের প্রধান কার্যালয়ের নীচতলায় এর উদ্বোধন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম।
উদ্বোধনকালে তিনি বলেন, প্রদর্শনীতে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের কিছু দুর্লভ ছবি স্থান পেয়েছে। যা থেকে নতুন প্রজন্মরা তাঁর জীবনের আদর্শকে অনুসরণ করে স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে উদ্ধুদ্ধ হবে।
এসময় অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) শিশির কুমার রায় উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে অতিথিরা আলোকচিত্র পরিদর্শন করেন।