এখন আমাদের নজর কেবল খেলাতেই : ওয়ার্নার
দেনা-পাওনা নিয়ে বোর্ডের সঙ্গে সমস্যা সমাধানের পর এবার কেবলমাত্র খেলাতেই নজর দিতে চান অস্ট্রেলিয়া দলের ভাইস ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, যেভাবেই হোক বোর্ডের (অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড) সঙ্গে সমস্যার সমাধান হয়ে গেছে। এখন কেবলমাত্র মাঠে ভাল খেলে দলকে সাহায্য করার দিকে নজর দিতে চান।
জুন মাসে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর অনেক আলোচনা-সমালোচনা শেষে গত সপ্তাহে বোর্ড এবং খেলোয়াড়রা নতুন চুক্তিতে সম্মত হয়। বিষয়টি ঠিকভাবে দেখভাল করা হয়নি বলে বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে খেলোয়াড়দের পক্ষে শক্ত ভুমিকা পালন করেছেন ডান-হাতি আক্রমণাত্মক এ ব্যাটসম্যান।
তবে যেভাবেই হোক সমস্যার সমাধানে পৌঁছা গেছে এখন ওয়ার্নার ও দলের খেলোয়াড়রা মাঠের খেলা এবং জন সমর্থন ফিরিয়ে আনতে মনোনিবেশ করতে পারবেন।
বেতন-ভাতাদি নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানের প্রক্রিয়া নিয়ে বোর্ড ও খেলোয়াড়দের সমালোচনা করেছেন দেশটির জনগণ। সুতরাং জনগণের পূর্ণ সমর্থন ফিরে পেতে অবশ্যই খেলোয়াড়দের এখন নৈপুণ্য দেখাতে হবে।
এ মাসের মাঝামাঝি সময়ে দুই টেস্টের সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া দল। বাংলাদেশ সফর শেষ করেই সরাসরি পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে যাবে স্টিভ স্মিথের দলটি। এরপর রয়েছে বছরের শেষ দিকে নিজ মাঠে চিরপ্রতিদ্বন্দ্বি ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ সিরিজ।
কিভাবে খেলোয়াড়রা ভক্তদের সমর্থন ফিরিয়ে আনবে জানতে চাইলে নাইন নেটওয়ার্ক স্পোর্টসের সানডে প্রোগ্রামকে ওয়ার্নার বলেন, ‘ভাল ক্রিকেট খেলে।’
‘এই মুহূর্তে আমাদের আমাদের নজরে বাংলাদেশ সফর, এরপর ভারতে ওয়ানডে সিরিজ এবং এরপর অবশ্যই আমাদের সামনে আছে ‘বড়’ এ্যাশেজ সিরিজ।
‘গণমাধ্যমে বিষয়টি যেভাবে প্রকাশিত হয়েছে, আমরা সেটা অনুভব করছি। আমরা এখন কেবল মাঠে গিয়ে খেলায় মনোনিবেশ করতে পারি।’