সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় ৩০ জন নিহত
সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী রাকায় গত ২৪ ঘন্টায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের অবস্থান লক্ষ্য করে চালানো মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছে।
সোমবার ব্রিটেন ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিমান হামলায় নিহতদের মধ্যে নয় নারী ও ১৪ শিশু রয়েছে। মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
মার্কিন নেতৃত্বাধীন জোটের একের পর এক চালানো এটি সর্বশেষ হামলা।
মার্কিন জোট সম্প্রতি আইএস জিহাদিদের প্রধান ঘাঁটি রাকায় তাদের অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এতে চলতি সপ্তাহে বেশ কিছু বেসামরিক লোক নিহত হয়েছে।
স্থানীয় শাম এফএম রেডিও জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এই হামলাগুলোতে সাদা রঙের ফসফরাস ব্যবহার করেছে।
খবর সিনহুয়া’র।
যুক্তরাষ্ট্র রাকা নগরী থেকে আইএসকে হটাতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ)কে ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় এসডিএফ দুই মাস যুদ্ধ চালিয়ে নগরীটির ৫৫ শতাংশ দখল করতে পেরেছে।