সন্ত্রাস বিরোধী যৌথ লড়াইয়ের অঙ্গীকার ইন্দোনেশিয়া ও রাশিয়ার
ইন্দোনেশিয়া ও রাশিয়া সাইবার নিরাপত্তা ও সন্ত্রাস বিরোধী লড়াইয়ে সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার করেছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় মৌলবাদের বিস্তৃতি ঘটার প্রেক্ষাপটে উভয়দেশ বুধবার এ অঙ্গীকার করলো।
খবর এএফপি’র।
ইন্দোনেশিয়ায় দু’দিনের সফরে থাকা রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বলেন, ইসলামিক স্টেট(আইএস) এর আদর্শের ছড়িয়ে পড়া ঠেকাতে দুদেশ আরো নিবিড়ভাবে একযোগে কাজ করবে।
ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি বলেন, রাজনৈতিক ও প্রতিরক্ষা ইস্যুতে উভয় দেশের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে। ইন্দোনেশিয়া চাচ্ছে, বাণিজ্যিক খাতেও সম্পর্ক আরো গভীর হোক।
এছাড়া উভয়মন্ত্রী কোরীয় উপদ্বীপ ও দক্ষিণ চীন সাগর নিয়ে উত্তেজনা এবং মধ্যপ্রাচ্য সংঘর্ষ নিয়েও আলোচনা করেন। তবে এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।