ভারতে মাকে বাঁচাতে বাবাকে হত্যা করল ছেলে
ভারতের দিল্লীর নিহাল বিহারে বাবাকে হত্যার অভিযোগে ১৯ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। সে তার মাকে বাঁচানোর জন্য বুধবার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে বলে জানা যায়। পুলিশ একথা জানিয়েছে। খবর পিটিআই’র।
পুলিশ জানায়, তরুণটির নাম রাহুল। বাবাকে হত্যার পর সে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে।
রাহুলের বাবা দিনেশ প্রায়ই মদ খেয়ে মাতাল অবস্থায় বাড়ি ফিরত এবং তার মাকে মারধর করতো।
বুধবারও তার বাবা বাড়ি ফিরে স্ত্রীকে পিটাতে শুরু করে। এ সময় রাহুল তাকে শান্ত করার চেষ্টা করলে দিনেশ তার কথায় কর্ণপাত করেনি।
তখন রেগে গিয়ে রাহুল ছুরিকাঘাত করে তার বাবাকে হত্যা করে।