পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনাতে নাজাম শেঠির প্রত্যয়
নব নির্বাচিত পাকিস্তান ক্রিকেট প্রধান নাজাম শেঠি বছরের পর বছর এক ঘরে থাকা সন্ত্রাস জর্জরিত দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিন বছরের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পর এমন প্রত্যয় ব্যক্ত করেন শেঠি।
নতুন প্রধান বলেন পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনাটা বেশ চ্যালেঞ্জর হবে, তবে এটাই হবে তার প্রধান লক্ষ্য।
গণমাধ্যমকে শেঠি বলেন,‘ বিষয়টি দেশের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত হওয়ায় আমাদেরকে ধৈর্য ধরতে হবে।’
২০০৯ সালে সফরকারী শ্রীলংকা দল জঙ্গীদের লক্ষ্যবস্তুতে পরিনত হওয়ার পর আন্তর্জাতিক দলগুলো পাকিস্তান সফর থেকে বিরত আছে। কেবলমাত্র ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি সীমিত ওভারের সিরিজ আয়োজন করতে সক্ষম হয়েছে পিসিবি। তাতেও সফরকারী দলকে বিরাট অঙ্কের বোনাস দিতে হয়েছে।
শেঠি বলেন আগামী মাসে প্রস্তাবিত বিশ^ একাদশের সফরই দেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পথ পরিষ্কার করবে বলে আশা করছেন তিনি।
শেঠি বলেন, ‘আমরা আশা করছি বিশ^ একাদশ তিন টি-২০ ম্যাচের একটি সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে এবং পরবর্তী দুই তিন মাসে আমরা আরো সুখবর দিতে পারব।’
নতুন প্রধান বলেন, আগামী শনিবার তিনি কলম্বোতে অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় যোগ দেবেন। সেখানে শ্রীলংকা দলকে পাকিস্তান সফরে রাজি করাতে পারবেন বলে আশা প্রকাশ করেন।
শেঠি বলেন, ‘ আমাদের বিপক্ষে তাদের সিরিজ শেষ হওয়ার পর কয়েকটি ম্যাচ খেলতে আমরা শ্রীলংকাকে আমন্ত্রন জানিয়েছি এবং এ ব্যাপারে একটি ইতিবাচক উত্তরের অপেক্ষায় আছি।’
আগামী সেপ্টম্বর-অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। এটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।