বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » জাতীয় » রাষ্ট্রপতির সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে ইইউ’র রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ 

2017-08-22_10_521569

রাষ্ট্রপতি এম আবদুল হামিদ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্প্রসারিত বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের আহ্বান জানিয়েছেন।
বঙ্গভবনে মঙ্গলবার ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূত ও হেড অব ডেলিগেশন পিয়েরে মায়াদুন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করতে গেলে এ আহ্বান জানান হয়।
রাষ্ট্রপতির উদ্ধৃিত দিয়ে তাঁর প্রেস সচিব এম জয়নাল আবেদিন বলেন, ইইউ আমাদের পরীক্ষিত বন্ধু এবং সবচেয়ে বড় রফতানির ক্ষেত্র, প্রধানতম বিনিয়োগের উৎস ও উন্নয়ন অংশীদার।
রাষ্ট্রপতি ইইউ’র সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে অদূর ভবিষ্যতে এই সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি ইইউ’র এ্যাভেরিথিং বাট আর্মস (ইবিএম) ব্যবস্থার আওতায় বাংলাদেশী পণ্যের শুল্ক ও কোটামুক্ত সুবিধা সম্প্রসারণের প্রশংসা করে বলেন, এই পদক্ষেপ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।
আবদুল হামিদ বাংলাদেশে সফলভাবে দায়িত্ব পালনের জন্য ইইউ রাষ্ট্রদূতকে অভিনন্দন জানান।
রাষ্ট্রদূত মায়াদুন তার দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
বৈঠকে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone