ভারতে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন আহত
ভারতের উত্তরাঞ্চলে বুধবার একটি এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২৮ জন যাত্রী আহত হয়েছে। দেশটিতে অপর একটি ট্রেন দুর্ঘটনায় ২৩ জন নিহত হওয়ার মাত্র চারদিন পর এ ঘটনা ঘটলো। খবর এএফপি’র।
ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনীল সাক্সেনা এএফপি’কে বলেন, ভারতের উত্তর প্রদেশে ট্রেনটি একটি ট্রাককে ধাক্কা দিলে ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়। ভোর হওয়ার আগে সেখানে এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধার অভিযান চালাতে সেখানে জরুরি দল পাঠানো হয়েছে। এছাড়া আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
জেলা পুলিশ প্রধান সঞ্জিব তিয়াগি দুর্ঘটনাস্থল থেকে এএফপিকে বলেন, ‘এ ট্রেন দুর্ঘটনায় ৪২ জন আহত হয়েছে। এদের বেশীর ভাগই সামান্য আঘাত পেয়েছে।
দ্রুতগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে আবাসিক ভবনে ঢুকে পড়ে ২৩ জন নিহত ও দেড়শ’ জন আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে ভারতের জনবহুল এ রাজ্যে এটি ছিল দ্বিতীয় ট্রেন দুর্ঘটনা।