বাংলাদেশের স্পিন কোচ সুনিল যোশি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন কোচ হিসেবে কাজ করতে ঢাকায় এসেছেন ভারতের সাবেক খেলোয়াড় সুনীল যোশি। মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় আসেন ভারতীয় এই বাঁ-হাতি স্পিনার। বিসিবির সঙ্গে দুই মাসের মেয়াদে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ঢাকায় এসে মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে উপস্থিত ছিলেন যোশি। ৪৭ বছর বয়সী যোশি কাজ করবেন বাংলাদেশের স্পিনারদের নিয়ে। খেলোয়াড়ি জীবনে তিনি নিজেই ছিলেন বাঁহাতি স্পিনার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা পাবেন স্পিন কোচকে।
ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন যোশি। প্রথম শ্রেনীর ম্যাচ খেলেছেন ১৬০টি। যেখানে ৬১৫ উইকেট নিয়েছিলেন তিনি। এছাড়া বাংলাদেশের অভিষেক টেস্টেও ভারতীয় দলের হয়ে খেলেছিলেন যোশি।