বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বৃষ্টি আসা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২১৮ রান

বৃষ্টি আসা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৬ উইকেটে ২১৮ রান 

2017-08-27_5_984166

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি আসা পর্যন্ত ৬ উইকেটে ২১৮ রান করেছে স্বাগতিক বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে মহাবিপর্যয়ে পড়েছিলো বাংলাদেশ। ৪ ওভারের মধ্যে ১০ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সৌম্য সরকার ৮, ইমরুল কায়েস-সাব্বির রহমান শূন্য রান করে ফিরেন। তিনটি উইকেটই শিকার করেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার প্যাট কামিন্স।
এরপর ১৫৫ রানের দুর্দান্ত এক জুটি গড়েন ওপেনার তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দু’জনই হাফ-সেঞ্চুরি তুলে আউট হয়েছেন। সাকিব ১১টি চারে ১৩৩ বলে ৮৪ রান করে থামেন। এছাড়া তামিম ৩টি ছক্কা ও ৫টি চারের মারে ১৪৪ বলে ৭১ রানে আউট হন। অস্ট্রেলিয়ান অকেশনাল অফ-স্পিনার গ্লেন ম্যাক্সওয়েল শিকার করেন তামিমকে। সাকিবের উইকেটটি নেন অসিদের অফ-স্পিনার নাথান লিঁও।
অধিনায়ক মুশফিকুর রহিম আউট হয়েছেন ১৮ রানে এস্টন এগারের বলে। ষেশ পর্যন্ত নাসির হোসেন ১১ ও মেহেদি হাসান মিরাজ ৬ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone