টেস্ট থেকে ছয় মাসের জন্য দূরে থাকতে চান সাকিব
টানা কাজের চাপ থেকে সাময়িক মুক্তির লক্ষ্যে অন্তত ছয় মাসের জন্য টেস্ট থেকে দূরে থাকতে চান বিশ্ব সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এ প্রকাশিত এক রিপোর্টে গতকাল একথা বলা হয়েছে। তবে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তারা জানিয়েছেন, তার (সাকিব) কাছ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন আবেদন এলে তবেই এ বিষয়ে আলোচনা করবে বোর্ড।
বিসিবির ক্রিকেট অপারেশন্স এর চেয়ারম্যান আকরাম খান ক্রিকবাজকে বলেন, ‘তিনি যদি আনুষ্ঠানিকভাবে এ রকম কোন আবেদনপত্র জমা দেন তাহলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। এরকম একটি খবর আমাদের কানেও এসেছে। তবে সেটি আনুষ্ঠানিক কোন খবর নয়।’
দক্ষিণ আফ্রিকা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য সোমবার দল ঘোষণা করবে বিসিবি।