প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যাপক প্রস্তুতি
আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষ্যে তাঁকে স্বাগত জানাতে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছে। এ ব্যাপারে গতকাল নগর ভবনে সকল বিভাগীয় প্রধানদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে এতে কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, প্রধান প্রকৌশলী আশরাফুল হক, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আক্তার এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এফ এম আঞ্জুমান আরা বেগম বক্তব্য রাখেন।
এ সময় মেয়র প্রধানমন্ত্রীর সফরকে সফল করথে প্রয়োজনীয় সকল কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে নির্দেশ দেন।
সারদা পুলিশ একাডেমিতে পুলিশের প্রবিশনারি সহকারী সুপারিনটেনন্ডেন্টদের প্যারেডে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রীর শেখ হাসিনার এই সফরে ১৬টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থ স্থাপন এবং ছয়টি বাস্তবায়িত প্রকল্পের উদ্বোধন করবেন। তাঁর এই সফরে প্রায় ৭ শ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্থ স্থাপন ও উদ্বোধনের কথা রয়েছে।
ভিত্তিপ্রস্থ স্থাপনের তালিকার অন্যতম প্রধান প্রকল্প হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক। হাইটেক পার্কটি নগরীর নবীনগর এলাকায় ৩১ দশমিক ৬৩ একর জমির ওপর ২ শ ৮১ কোটি ৯১ লাখ টাকা ব্যয়ে গড়ে তোলা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে আনুমানিক ১৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া প্রধানমন্ত্রীর এই সফরে বিকেলে রাজশাহী সুগারমিল মাঠে এক জনসভায় ভাষণ দেয়ার কথা রয়েছে।