বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কৃতি চর্চার উদ্যোগ নেয়া হয়েছে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কৃতি চর্চার উদ্যোগ নেয়া হয়েছে : সংস্কৃতি বিষয়ক মন্ত্রী 

2017-09-18_21_262682

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে সংস্কৃতি চর্চায় উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কিছু উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। বিশেষ করে আবাসিক হলভিত্তিক প্রতিভা অন্বেষণের যে প্রচেষ্টা গত বছর নেওয়া হয়েছিল, তা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি মানবিক মূল্যবোধ সম্পন্ন বাংলাদেশ, অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্ত চিন্তার বাংলাদেশ গড়তে হবে। জাতির পিতার এই স্বপ্ন পূরণ করতে হলে সমাজে সংস্কৃতিমনস্ক মানুষের সংখ্যা বৃদ্ধি করতে হবে। মন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যোৎসব’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্য সংসদের উদ্যোগে রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে দু’দিনব্যাপী উৎসব উদ্বোধন করেন ঢাবি নাট্য সংসদের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন থিয়েটার ও পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির।
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা শুধু নয়, বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করতে পারবে। তিনি বলেন, শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা বহির্ভূত সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত হওয়া সমাজ বিনির্মানে অত্যন্ত কার্যকরী। শিক্ষার্থীদের সে সব কার্যক্রমের সাথে যুক্ত করার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গঠনে সংস্কৃতি চর্চার কোন বিকল্প নেই।
ঢাবি নাট্যসংসদের সভাপতি মো. সানোয়ারুল হক ও সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সবুজসহ সংগঠনের সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় নাটক। আয়োজক সংগঠন ছাড়াও উৎসবে অংশ নিয়েছে ঢাকা থিয়েটার ও ওপেন স্পেস থিয়েটার। উদ্বোধনী প্রদর্শনীতে ঢাবি নাট্য সংসদের প্রযোজনা ছিল ‘রুটস অ্যান্ড উইংস’। উৎসবের দ্বিতীয় দিন আজ ১৮ সেপ্টেম্বর মঞ্চস্থ হবে ওপেন স্পেস থিয়েটারের ‘টুয়েলভ অ্যাংরি ম্যান’।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone