আজ বুধবার থেকে চালের দাম কমানোর আশ্বাস দিয়েছেন ব্যবসায়ীরা
সরকার চাল আমদানি সংক্রান্ত কয়েকটি সমস্যা সমাধান করবে। ফলে কাল থেকে চালের দাম কমানো হবে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।
কয়েকজন মন্ত্রীর সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান, সরকারের সঙ্গে তাদের ফলপ্রসু আলোচনা হয়েছে। ফলে কাল থেকে চালের দাম কমা শুরু হবে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে তারা এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, প্রতিবন্ধকতা দূরীকরণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি বলেন, চাল আমদানি ও পরিবহনে আগামী তিন মাস পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারের অনুমতি দেয়া হয়েছে।
বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, চাল আমদানিকারক এবং বিক্রেতারা উপস্থিত ছিলেন।