শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর সবুজবাগে নাট্যোৎসব
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর সবুজবাগ থানাধীন রাজারবাগের শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান কমিটি শারদীয় নাট্যোৎসবের আয়োজন করেছে।
পাঁচ দিনব্যাপি এ উৎসব শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে। চলবে ৩০ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত। উদ্বোধনীসহ প্রতিদিন রাত ৮টায় শুরু হবে নাটক। তবে সমাপনী দিন রাত ১০টায় নাটক পরিবেশিত হবে।
মন্দির ও শ্মশান কমিটির সভাপতি লায়ন চিত্র রঞ্জন দাস জানান, প্রতিবছরই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ নাট্যোৎসবের আয়োজন করা হয়। উৎসবে রাজধানীর স্বনামধন্য দলগুলো তাদের জনপ্রিয় নাটক মঞ্চায়ন করে।
তিনি বলেন, শত বছরের পুরনো এ মন্দিরের বটতলায় মঞ্চ বানানো হয়। প্রতি সন্ধ্যায় সহস্রাধিক দর্শনার্থী নাটক দেখতে আসেন।
সভাপতি বলেন, উদ্বোধনী সন্ধ্যায় মঞ্চায়িত হবে থিয়েটারের নাটক ‘কানন দেবী’। এতে অভিনয় করবেন দেশবরেণ্য নাট্যব্যক্তিত্ব ও শক্তিমান অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। নাটকটি নিদের্শনা দিয়েছেন তারই সুযোগ্য কন্যা ত্রপা মজুমদার।
তিনি বলেন, ২৭ সেপ্টেম্বর, বুধবার পরিবেশিত হবে স্বপ্নদলের নাটক ‘হেলেন কেলার’। জাহিদ রিপন নির্দেশিত এ নাটকে অভিনয় করেছেন জুয়েনা শবনম।
চিত্র রঞ্জন দাস আরো বলেন, ২৮ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় মঞ্চায়িত হবে বহুল জনপ্রিয় নাটক ‘কুঞ্জুস’। কামরুন নূর চৌধুরীর নির্দেশনায় নাটকটি পেিবশন করবে লোকনাট্য দল (বনানী)। ২৯ সেপ্টেম্বর, শুক্রবার ‘প্রাঙ্গণেমোর’ পরিবেশন করবে নাটক ‘দাড়াও! জন্ম যদি তব বঙ্গে’। নাট্যব্যক্তিত্ব অনন্ত হীরা নির্দেশিত এ নাটকে তিনিসহ আরো অভিনয় করেছেন শুভেচ্ছা, রমিজ রাজু প্রমুখ।
৩০ সেপ্টেম্বর, শনিবার সমাপনী রাতে অগ্নিবীনা’র নাটক ‘দুরাত্মা’ মঞ্চায়িত হবে উল্লেখ করে তিনি বলেন, কুট্টুরাজের লেখা এ নাটকটি তার নির্দেশনায় পরিবেশিত হবে।
মন্দির ও শ্মশান কমিটি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নাট্যোৎসবের পাশাপাশি সেখানে সপ্তাহব্যাপি মেলার আয়োজন করা হয় বলেও সভাপতি জানান।