হজ্ব পালন শেষে দলে দলে হাজীগণ ফিরছেন মাতৃভূমীতে
সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আগত ৯ম ফ্লাইটের সম্মানিত হাজী সাহেবগণ মদিনা পর্ব শেষ করে আগামী কাল ২৪ সেপ্টেম্বর ২০১৭ ইং তারিখে জেদাস্থ কিং আব্দুল আজিজ বিমানবন্দর হয়ে বিজি-৪০৫৬ ফ্লাইট যোগে বাংলাদেশের উদ্দেশ্যে সৌদি আরব ত্যাগ করবেন।
সর্বশেষ অবস্থা ২২ সেপ্টেম্বর, ২০১৭ পর্যন্ত (প্রাথমিক তথ্যমতে):
- সর্বমোট দেশে প্রত্যাবর্তনকারী হাজী ৬৬,৮০৭ জন;
- সর্বমোট ফিরতি ফ্লাইট সংখ্যা ১৯৪ টি । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৯২ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১০২ টি;
- বাংলাদেশ বিমান ও সৌদিয়া যোগে আগত হজযাত্রী ১২৭,২২৯ জন (ব্যবস্থাপনা সদস্য সহ);
- আগত ফ্লাইট সংখ্যা ৩৭০ টি । বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৯১ টি; সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৭৯ টি;
- সর্বমোট ইস্যুকৃত ভিসার সংখ্যাঃ ১২৭,৫৯৬ টি (ব্যবস্থাপনা ভিসাসহ);
- স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক অনলাইনে মেডিক্যাল প্রোফাইল এন্ট্রি করা হয়েছে ৫৭,৬০৭ জন হজযাত্রীর;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে আদিল্লা অফিসের জন্য প্রদানকৃত সেবা সংখ্যাঃ ৭৮,৩৭৩ টি;
- সৌদি আরবের আইটি হেল্পডেস্ক হইতে প্রদানকৃত অন্যান্য সেবা সংখ্যাঃ ৬১,৬৬৭ টি;
- আইটি হেল্পডেস্ক, মিনা ও আরাফা হইতে প্রদত্ত সেবা সংখ্যাঃ ৫,৫৪৮ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র সংখ্যাঃ ৬৫,৪৮৫ টি;
- সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র হইতে প্রদত্ত চিকিৎসা সেবা সংখ্যা ৯১,৯৬৯ টি;
- সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ১৩৯ জন হজযাত্রী/হাজী; পুরুষ-১০৯, মহিলা-৩০; মক্কা-১০২, মদিনা-১৭,জেদ্দা-০৪, মিনা ১৬;
- হজ-২০১৭ সনে হজ সম্পন্ন করে ঢাকায় আগমনকারী হাজীদের হারানো লাগেজের তথ্য:
- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আজ পর্যন্ত ফেরতযোগ্য কোন হারানো লাগেজ নেই।
- সৌদি এয়ারলাইন্সের আজ পর্যন্ত ১৬ টি হারানো লাগেজ ফেরত প্রদানের অপেক্ষায় আছে।
একনজরে হজ ২০১৭ এর কার্যক্রম:
- ২০১৭ সনের পবিত্র হজ অনুষ্ঠিত হয় ৩১ আগস্ট, ২০১৭।
- ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৬৩৫ টি।
- সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা ১২৭,১৯৮ জন।
- হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ০৬ সেপ্টেম্বর, ২০১৭।
- হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট ০৫ অক্টোবর, ২০১৭।
সর্বশেষ মৃত্যু:
আজ ২৩/০৯/২০১৭ ইং তারিখ নোয়াখালী জেলার মোঃ এছহাক মোল্লা (৬২) পবিত্র মদিনা আল-মুনাওয়ারায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর পাসপোর্ট নম্বরঃ বি এম ০৯৭৩২৮৩।
তথ্যসূত্র: এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব।