যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা : যুক্ত হলো উ. কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার নতুন করে যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন, তাতে আটটি দেশের নামের তালিকায় উত্তর কোরিয়া, ভেনিজুয়েলা ও শাদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।
দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও মার্কিন কর্তৃপক্ষের সাথে সহযোগিতার ঘাটতির কথা উল্লেখ করে এসব দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। খবর এএফপি’র।
ট্রাম্প টুইটারে এক বার্তায় বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করা আমার প্রথম অগ্রাধিকার। ফলে যাদেরকে আমরা পুরোপুরি নিরাপদ বিবেচনা করতে পারিনা তাদেরকে আমাদের দেশে প্রবেশের অনুমতি দেব না।’
নিষেধাজ্ঞার নতুন এ তালিকা থেকে সুদানের নাম বাদ দেয়া হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র ভ্রমণে যে ছয়টি মুসলিম দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, সে তালিকায় সুদান অন্যতম ছিল। নতুন এ ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় এখন আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ওপর সম্পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এক্ষেত্রে উত্তর কোরিয়া ও শাদের ওপর পূর্ণ ও ভেনিজুয়েলার ওপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এ নিষেধাজ্ঞা তালিকায় থাকা অন্য দেশগুলো হলো- ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেন।