আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাদাখশান প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও অপর ছয়জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানান। খবর সিনহুয়ার।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র নিক মোহাম্মাদ নাজারি সিনহুয়াকে বলেন, সোমবার রাতে প্রাদেশিক রাজধানী ফয়জাবাদের গুরকাশান এলাকায় একটি বাস রাস্তা থেকে ছিটকে খাতে পড়ে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
আহতদের ফয়জাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক।
Posted in: আর্ন্তজাতিক