বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Monday, December 23, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » খেলা » বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাওয়াটাকে অনেক বড় করে দেখছেন মার্করাম

বাংলাদেশের বিপক্ষে সুযোগ পাওয়াটাকে অনেক বড় করে দেখছেন মার্করাম 

2017-09-25_5_273088

টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা দলের উদ্বোধনী জুটি বেশ কিছু দিন যাবত খুব একটা ভাল করতে পারছে না। চলতি সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট অভিষেক হতে যাচ্ছে ওপেনার ব্যাটসম্যান আইডেন মার্করামের। তাই টাইগারদের বিপক্ষে ওপেনার হিসেবে জায়গা পাওয়াটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি।
বৃহস্পতিবার পচেফস্ট্রুমের ম্যাচ দিয়ে বাংলাদেশের বিপক্ষে শুরু হওয়া দুই টেস্টের সিরিজে প্রোটিয়া দলে ডিন এলগারের সঙ্গে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সুযোগ পাওয়া সর্বশেষ খেলোয়াড় হচ্ছেন ২২ বছর বয়সী মার্করাম।
গত এক-দেড় বছরে প্রোটিয়ারা স্টিয়ান ভ্যান জিল, স্টেফেন কুক, তিউনিস ডি ব্রুইন এবং হেইনো কুনকে ওপেনার হিসেবে পরীক্ষা করে দেখেছে। কিন্তু টপ অর্ডারে সকলেই ব্যর্থ হয়েছে।
দুবাইতে ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শিরোপা জয়ী দক্ষিণ আফ্রিকার অধিনায়কত্ব করা মার্করাম অবশ্য নিজের উপর খুব বেশি চাপ নিতে নারাজ।
টাইমসলাইভ ওয়েবসাইটকে মার্করাম বলেন, ‘ইতোপুর্বে ইংল্যান্ড সফরে টেস্ট দলে থাকলেও খেলার সুযোগ পাইনি। তাই বাংলাদেশের বিপক্ষে খেলতে পারাটা একটা বড় সুযোগ ও দায়িত্ব। তবে এ সুযোগকে আমি নিশ্চিত হিসেবে নিচ্ছিনা। ফ্র্যাঞ্চাইজি দলগুলোতে অনেক ওপেনিং ব্যাটসম্যান আছে, যাদেরকে দলে নেয়া যেত, কিন্তু নির্বাচকরা আমাকে বেছে নিয়েছেন, যা থেকে আমার প্রতি তাদের বিশ্বাসের প্রমাণ মেলে। তবে এই মুহূর্তে আমি নিজের উপর কোন প্রকার চাপ নিতে চাই না। চাপ থাকাটাই বাস্তবতা। তবে প্রভাব ফেলার মত খুব বেশি চাপ আমি নেব না। নির্বাচক কমিটির প্রধান লিন্ডা জোন্ডি আমাকে নিজের উপর খুব বেশি চাপ না নিতে বলেছেন। তবে ফ্যাঞ্চাইজিতে আমি যে স্বাভাবিক খেলটা খেলি সেটাই চালিয়ে যেতে বলেছেন।’
ঘরোয়া প্রথম শ্রেনীর ক্রিকেটে শুক্রবার শেষ হওয়া একটি ম্যাচে ১১৯ ও ৮৭ রান করেন টাইটানসের হয়ে খেলা মার্করাম। এবার আন্তর্জাতিক পর্যায়ে এলগারের সঙ্গে জুটি বাঁধার অপেক্ষায় আছেন তিনি।
মার্করাম বলেন, ‘ডিনের সঙ্গে কাজ করাটা আমার জন্য সহায়ক হবে বলে আমি মনে করছি। কেননা, আমরা বেশ কয়েকবার এক সঙ্গে ইনিংস ওপেনিং করেছি। আমাদের মধ্যে বোঝাপড়াটা বেশ ভাল।’
বাংলাদেশ দলকে শক্তিশালী হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যদিও বাংলাদেশর বিপক্ষে আমাদের খুব বেশি ম্যাচ খেলা হয়নি। তবে সাম্প্রতিক সময়ে তারা বেশ ভাল করছে। সব ফর্মেই এখন তারা বিশ্বের যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone