বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Wednesday, December 25, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে দেশী-বিদেশী সংস্থাসমূহকে সহযোগিতার আহ্বান

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপদ খাবার পানি নিশ্চিত করতে দেশী-বিদেশী সংস্থাসমূহকে সহযোগিতার আহ্বান 

2017-09-26_6_47069

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মানসম্মত স্যানিটেশন ও নিরাপদ খাবার পানি নিশ্চিত করা এখন খুবই জরুরি।
তিনি এ বিষয়ে দেশী-বিদেশী সাহায্য সংস্থাসমূহের দৃষ্টি আকর্ষণ এবং সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি উখিয়া এবং টেকনাফের জনগণ যে উদারতা ও সহানুভুতি দেখাচ্ছে তা অত্যন্ত প্রশংসনীয়। স্থানীয় জনসাধারণের সহযোগিতা না পেলে বিশাল সংখ্যক শরণার্থীর চাপ মোকাবিলা এবং ত্রাণ ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন হতো।
মন্ত্রী মঙ্গলবার সকালে কক্সবাজারের ঈন্দ্রসেন দুর্গা মন্দিরে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ওবায়দুল কাদের বলেন, ত্রাণ ব্যবস্থাপনায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিককর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সিভিল প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি’র অংশগ্রহণে শৃংখলা ফিরে এসেছে এবং সমন্বয় বেড়েছে।
পরে মন্ত্রী মঙ্গল প্রদীপ জ্বেলে শারদীয় দুর্গোৎসবের সূচনা করেন।
সংসদ সদস্য সায়মুম সারোয়ার কমল, আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, পূজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট রনজিৎ দাসসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone