যুক্তরাষ্ট্রের উদ্দেশে ফিলিপাইন ছেড়েছেন প্যাডকের গার্লফ্রেন্ড
লাস ভেগাসে হামলাকারী স্টিফেন প্যাডকের গার্লফ্রেন্ড যুক্তরাষ্ট্রের উদ্দেশে ফিলিপাইন ছেড়েছেন।
বুধবার ফিলিপাইনের অভিবাসন ব্যুরোর নারী মুখপাত্র সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, মারিলউ ড্যানলি ফিলিপাইন এয়ারলাইন্সের ফ্লাইটে করে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ম্যানিলা ছেড়েছেন।
এয়ারলাইন্স সূত্রে বলা হয়েছে, মঙ্গলবার রাতে বিমানটি ম্যানিলা ছেড়ে গেছে।
Posted in: আর্ন্তজাতিক