বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » দু’দিনব্যাপী ‘ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যাল ২০১৭’ শুরু হচ্ছে শুক্রবার থেকে

দু’দিনব্যাপী ‘ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যাল ২০১৭’ শুরু হচ্ছে শুক্রবার থেকে 

2017-10-04_21_229839

বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দু’দিনব্যাপি ‘ইনভেন্টরস পাপেট ফেস্টিভ্যাল ২০১৭’।
‘বিকশিত শিশু, আলোকিত পৃথিবী’ স্লোগানকে সামনে রেখে আগামী শুক্র ও শনিবার এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে রাজধানীর বেইলী রোডস্থ মহিলা সমিতি মিলনায়তনে। প্রতিদিন দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ উৎসব।
বিনোদন মাধ্যমে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে যৌথভাবে এ উৎসবের আয়োজন করেছে কুল এক্সপোজার, একর কমিউনিকেশন, সেভেন্থ সেন্স ও ইনভেন্টরস পাপেট।
কুল এক্সপোজারের সিইও এরশাদুল হক টিংকু জানান, শুক্রবার দুপুর ৩টায় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন শিশু ও মহিলাবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল ও কার্টুনিস্ট আহসান হাবীব।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone