প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষ করে আজ সকালে লন্ডন থেকে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৫মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এসময় বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধানগণ, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের সিনিয়র নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যুক্তরাষ্ট্রে তাঁর ১৬ দিনের সরকারি সফর সমাপ্ত করে দেশে ফিরে আসার পথে লন্ডনের উদ্দেশে ২ অক্টোবর তিনি ওয়াশিংটন ডিসি ত্যাগ করেন।
শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭২তম অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছেন।
জাতিসংঘের বার্ষিক এ অধিবেশনে অংশগ্রহণের পর ২২ সেপ্টেম্বর তিনি নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন যান।
ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থানের পর প্রধানমন্ত্রীর লন্ডন হয়ে গত ২ অক্টোবর দেশে ফেরার কথা ছিল।
কিন্তু ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে প্রধানমন্ত্রীর গলব্লাডারে অস্ত্রোপচার করায় এ তারিখ পরিবর্তন করা হয়।
যুক্তরাষ্ট্র থেকে শেখ হাসিনার দেশে ফিরে এলে প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতিকে গণসংবর্ধনা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ ।
আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন পর্যন্ত রাস্তার উভয় পাশে দাঁড়িয়ে তাদের প্রাণের নেতাকে অভিনন্দন জানান।
Posted in: জাতীয়