বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » বিনোদন » ভোলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর উদ্বোধন

ভোলায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর উদ্বোধন 

2017-10-11_21_319012

2017-10-11_21_319012

জেলায় আজ বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭ এর উদ্বোধন করা হয়েছে। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে ১১ দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবের সহযোগিতায় রয়েছে জেলা শিল্পকলা একাডেমি।
স্থানীয় আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মুজাহিদুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. আহসান কবির ও প্রেসক্লাব সাবেক সভাপতি এম এ তাহের।
বক্তারা বলেন, চলচ্চিত্র আমাদের সমাজের প্রতিচ্ছবি। তাই আমাদের ভাষা, সাহিত্য, কৃষ্টি ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে চলচ্চিত্র উৎসব। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে এমন আয়োজন চলচ্চিত্রে সুস্থ ধারাকে আবারো ফিরিয়ে আনতে কাজ করবে বলে বক্তারা মত দেন। উদ্বোধনী দিনে গোলাপী এখন ট্রেনে প্রদর্শন করা হয়।
এছাড়া সীমানা পেড়িয়ে, জীবন থেকে নেওয়া, হাজার বছর ধরে, ছুটির ঘন্টা, মেঘলা আকাশ, আগুনের পরশমনি, শোভনের স্বাধীনতা, সুর্যগ্রহণসহ মোট ৪০টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। সদর উজেলার সরকারি শেখ ফজিলতুন নেছা মহিলা কলেজ, ভোলা সরকারি কলেজ, ভোলা বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাবাজার ফাতেমাখানম কলেজসহ বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে এসব চলচ্চিত্র প্রদর্শন করা হবে।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone