বাংলাদেশে প্রথম ট্যুরিজম ভিত্তিক নিউজ পোর্টাল|Sunday, December 22, 2024
সাইটে আপনার অবস্থানঃ Home » আর্ন্তজাতিক » ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের ‘বিপদজনক’ সিদ্ধান্তের নিন্দা কেরির

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে ট্রাম্পের ‘বিপদজনক’ সিদ্ধান্তের নিন্দা কেরির 

2017-10-14_3_979738

ইরানের সঙ্গে বিশ্বের শক্তিধর ছয়টি দেশের সম্পাদিত পরমাণু চুক্তি প্রত্যয়ন না করার ‘বিপদজনক’ সিদ্ধান্ত নেয়ায় মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘একটি আন্তর্জাতিক সংকট সৃষ্টি’ করছেন। এ গুরুত্বপূর্ণ চুক্তির নেপথ্যে কাজ করা যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শুক্রবার একথা বলেন।
চুক্তিটির কট্টর সমালোচক ট্রাম্পের এমন পদক্ষেপের কথা উল্লেখ করে কেরি বলেন, ‘আমেরিকার জাতীয় নিরাপত্তা এবং আমাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর ক্ষেত্রে এটি বিপদজনক।’ এই চুক্তির লক্ষ্যই হচ্ছে তেহরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টেনে ধরা।
১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের কঠোর সমালোচনা করে দেয়া এক বক্তব্যে ট্রাম্প ইরানের একনায়কতন্ত্র, তাদের সন্ত্রাসবাদকে সহযোগিতা দেয়া এবং মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে তাদের অব্যাহত আগ্রাসনের বিরুদ্ধে কথা বলেন।
এসময় তিনি ২০১৫ সালে করা এ চুক্তি ছুঁড়ে ফেলে দেয়ার হুমকি দেন। তিনি এটির নিন্দা জানানোর প্রক্রিয়াগত পদক্ষেপ গ্রহণের কথাও বলেন। আর এটির ভাগ্য নির্ভর করছে রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসের ওপর।

শেয়ার করুন !!Share on FacebookTweet about this on TwitterShare on Google+Share on LinkedInShare on RedditBuffer this pageDigg thisShare on TumblrPin on PinterestShare on StumbleUponFlattr the authorEmail this to someone