এস এম সুলতান সম্মাননা পেয়েছেন সূচি শিল্পী আমিনুল ইসলাম
বিশিষ্ট সূচি শিল্পী আমিনুল ইসলাম এস এম সুলতান সম্মাননা-২০১৭ পেয়েছেন।
বিশ্ব বরেণ্য শিল্পী এস এম সুলতানের ২৩তম প্রয়াণ দিবস উপলক্ষ্যে আজ রাজধানীর সেগুনবাগিচায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে ‘ক্যানভাস অব বাংলাদেশ’ আয়োজিত এক স্মরণ সভায় শিল্পীকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ও দেশ বরেণ্য শিল্পী বুলবন ওসমান শিল্পীর হাতে সম্মাননা তুলে দেন।
স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন ক্যানভাস অব বাংলাদেশ’র সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী আবদুল মান্নান। এতে বিশেষ অতিথি ছিলেন শিল্পী জাহিদ মুস্তফা, শিল্পী মনির উদ্দিন ও শিল্পী শাহিদা আখতার।
এস এম সুলতানের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফারজানা আহমেদ।
শিল্পী আমিনুল ইসলামের জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন অনুষ্ঠানের সঞ্চালক আবু হানিফ খান।