মিসরে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত
মিসরের দক্ষিণাঞ্চলীয় আসুইত প্রদেশের কাছে মরুভূমির ভেতর দিয়ে যাওয়া একটি সড়কে শনিবার কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত ও অপর নয় জন আহত হয়েছে।
এক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।
আসুইত নিরাপত্তা অধিদপ্তরের প্রধান জেনারেল গামাল শোকার বলেন, ‘আসুইত-লোহিত সাগর সড়কে একটি ট্রাক ও একটি প্রাইভেট কারের মধ্যে সংঘর্ষের ফলে আরো তিনটি গাড়ির মধ্যে সংঘর্ষের কারণে এ দুর্ঘটনা ঘটে।’
তিনি বলেন, নিহতদের মধ্যে চার শিশু ও পাঁচ নারী রয়েছেন।
তিনি জানান, আহতদের আসুইত পাবলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Posted in: আর্ন্তজাতিক