মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় নিহত ২৫
মোগাদিসুর জনপ্রিয় নাশাব্লদ ২ হোটেলের বাইরে শনিবার গাড়ি বোমা হামলায় অন্তত ২৫ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে।
স্থানীয় পুলিশ এ কথা জানিয়ে বলেছে, হোটেলের বাইরে নিরাপত্তা বাহিনীর সদস্য ও চরমপন্থীদের মধ্যে বন্দুকযুদ্ধ চলার প্রেক্ষাপটে সরকারের একজন মন্ত্রীসহ ৩০ জনকে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে। খবর সিনহুয়ার।
চরমপন্থী গ্রুপ আল শাবাব হামলার দায়িত্ব স্বীকার করে বলেছে, তাদের যোদ্ধারা হোটেলে ভেতরে রয়েছে।
এদিকে এর মাত্র দুই সপ্তাহ আগে মোগাদিসুর ব্যস্ত রাস্তায় ট্রাক বোমা হামলায় সাড়ে তিনশ লোক নিহত হয়। সোমালিয়ার রাজধানীতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ একক বিস্ফোরণের ঘটনা।
উল্লেখ্য রোববারের উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠককে সামনে রেখে দেশটির নেতৃবৃন্দ যখন মোগাদিসুতে জড়ো হচ্ছিলেন শনিবারের এ হামলা তখনই চালানো হয়েছে।