সেনাবাহিনীর আন্তঃঅঞ্চল সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড দল চ্যাম্পিয়ন
সেনা সদর দপ্তরের ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের তত্ত্বাবধানে সেনাবাহিনীর ৫ দিনব্যাপী আন্তঃঅঞ্চল সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৭ শেষ হয়েছে।
প্রতিযোগিতার শেষ দিন বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসস্থ এএফএমআই অউিটরিয়ামে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চীফ (ইএনসি) মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান সরকার।
প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড দল চ্যাম্পিয়ন এবং যশোর অঞ্চল দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিল্পী নির্বাচিত হয় চট্টগ্রাম অঞ্চল দলের সৈনিক প্রকাশ চন্দ্র রায়।
ঢাকা অঞ্চলের অফিসার, জুনিয়র কমিশন্ড অফিসার এবং সৈনিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
গত ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর-২০১৭ পর্যন্ত ৫ দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৪টি দল গান, কবিতা, বাদ্যযন্ত্র, যাদু এবং কৌতুকসহ মোট ১৪টি বিষয়ে অংশ নেয় ।